

এখন থেকে রপ্তানি আয়ের প্রাপ্ত অর্থ রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে প্রযোজ্য হারে জমা করা যাবে। মঙ্গলবার (১৬ আগস্ট) স্থানীয় সরবরাহের ক্ষেত্রে ইআরকিউ হিসাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, স্থানীয় মূল্য সংযোজনের মাত্রা অনুযায়ী এর আগে ইআরকিউ হিসাবে প্রাপ্ত আয়ের ১৫ শতাংশ কিংবা ৬০ শতাংশ জমা করা যেত। আর তথ্যপ্রযুক্তি খাতে জমা করা যেত ৭০ শতাংশ।
বর্তমানে ইআরকিউ হিসাবে বৈদেশিক মুদ্রা জমার মাত্রা ৫০ শতাংশ কমিয়ে যথাক্রমে ৭.৫০, ৩০ ও ৩৫ শতাংশ করা হয়েছে। এ নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা দেওয়ায় রপ্তানিকারকরা প্রযোজ্য হারে ইআরকিউ হিসাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে পারবেন।
এএ