টানা চার সপ্তাহ বৃদ্ধির পর কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৭ ০৯:৫০:৪৭


বিশ্ববাজারে টানা চার সপ্তাহ বৃদ্ধির পর কমেছে স্বর্ণের দাম। চীনের সুদহার হ্রাস ও অর্থনীতিতে শ্লথগতির আশঙ্কায় স্বর্ণের দাম কমলেও বেড়েছে ডলারের মান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ দশমিক ২ শতাংশ কমেছে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৭৮০ দশমিক ১৩ ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রেও স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৭৯৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

চলমান কভিডজনিত মহামারীর কারণে ঘন ঘন লকডাউন এবং সম্পদ বাজারে সংকটের কারণে দেশটির শিল্পোৎপাদন ও ব্যক্তি খাতের ভোগ কমেছে। আর তাই অর্থনীতি শক্তিশালী করতে  চীনের কেন্দ্রীয় ব্যাংক অপ্রত্যাশিতভাবে সুদহার কমিয়ে দিয়েছে। টানা চার সপ্তাহ স্বর্ণের দাম বাড়লেও বিশ্ববাজারে ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাব পড়েছে। শিগগিরই সুদহার আরেক দফা বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড। গত সোমবার ডলারের সূচক বৃদ্ধি পেয়েছে। আর এ কারণে বিদেশী ক্রেতাদের স্বর্ণ এবং অন্যান্য পণ্য কিনতে বেশি দাম দিতে হচ্ছে।

এনজে