ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রামের ৩৪টি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ৮২ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করেছে।
সম্প্রতি ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও শিক্ষা সামগ্রী তুলে দেন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মুহাম্মদ আমীরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সানাউল্লাহ, এনায়েতবাজার মহিলা কলেজ এর অধ্যক্ষ মিসেস তাহুরীন সবুর, রাঙ্গুনিয়া কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ আবু ইফসুফ ও নিজামপুর কলেজ এর অধ্যক্ষ মো.রফিক উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মো: মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।
উল্লেখ্য ইসলামী ব্যাংক সিএসআর খাতের আওতায় ২০১৬ সালে সুবিধাবঞ্চিত ১ হাজার ৫ শ’ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে।
সানবিডি/ঢাকা/এসএস