আইসিসির র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৭ ১৯:৩৮:০৭


আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেরা দশে জায়গা করে নিয়েছে বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টাইগার স্পিনার তাইজুল ইসলাম এ র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৫৩তম স্থানে আছেন।

বুধবার (১৭ আগস্ট) আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যায় ৬ ধাপ এগিয়ে মুস্তাফিজ ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে ১০ নম্বরে আছেন। দ্য ফিজের রেটিং পয়েন্ট ৬৪০। অন্যদিকে ৪৬৯ পয়েন্ট নিয়ে তাইজুল ইসলাম ক্যারিয়ার সেরা ৫৩তম স্থানে আছেন।

আর ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ বিশে জায়গা করে নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তার অবস্থান ১৬তম। এছাড়া এক ধাপ এগিয়ে ৩৪ তম স্থানে মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন রয়েছেন ৮৩তম স্থানে।

এএ