
নেদারল্যান্ডসের একটি কারখানায় জিংকের উৎপাদন বন্ধ রয়েছে। এর প্রভাবে জিংকের দাম দুই মাসের সর্বোচ্চে দাঁড়িয়েছে। মাইনিং ডট কমের এক প্রতিবেদনে বলা হয়, জিঙ্ক উৎপাদক প্রতিষ্ঠান নায়রস্টারের বুডেল কারখানা ১ সেপ্টেম্বর নাগাদ বন্ধ থাকবে। কারখানা পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য বুডেল কারখানা কয়েক সপ্তাহের জন্য বন্ধ থাকছে। তবে কী কারণে কারখানা বন্ধের এ সিদ্ধান্ত কর্তৃপক্ষ না জানালেও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গিয়েছে, বিদ্যুতের খরচ ১০ গুণ বৃদ্ধি এবং শ্রম, শুল্ক ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে বেঞ্চমার্ক জিঙ্ক ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি টন ৩ হাজার ৭৯৭ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। গত ৯ জুনের পর এটিই সর্বোচ্চ মূল্যে পৌঁছেছে।
পূর্বাভাস অনুযায়ী নেদারল্যান্ডস গত সোমবার পরবর্তী তিন মাসের জন্য জিঙ্কের মূল্য টনপ্রতি ২ হাজার ৮০০ ডলার থেকে ৩ হাজার ২০০ ডলারে উন্নীত করেছে। অর্থনৈতিক মন্দার কারণে সব ধাতুর মূল্যই বাড়বে। বিশেষ করে জিঙ্কের মূল্য আরো বেশি বাড়বে।
এনজে