


তামিমের এই নৈপুণ্যে ওপর ভর করে টি২০ ক্রিকেট বিশ্বকাপে রবিবার রাতে ওমানের বিপক্ষে দুরন্ত ব্যাটিংই করেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছে ২ উইকেটে ১৮০ রান। ফলে জয়ের জন্য ওমানের টার্গেট ১৮১ রান। প্রসঙ্গত, এই ম্যাচের জয়ী দল আসরের সুপার টেন পর্বে খেলার ছাড়পত্র পাবে।
আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের (বাছাই পর্বের) খেলায় ধর্মশালায় চলমান এই ম্যাচে ওমানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার তামিমের সঙ্গে সৌম্য সরকার দূর্দান্ত সূচনা করেন। কিন্তু অর্ধশত রান পূর্ণ করার আগে দলীয় ৪৮ রানে সময় লালচিতার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য। আউট হওয়ার আগে তার সংগ্রহ ২২ বলে ১২ রান। সৌম্য আউট হওয়ার পর তামিমের সঙ্গে ক্রিজে যোগ দেন সাব্বির রহমান। ২৬ বলে ৪৪ রান তুলে তিনি আউট হন। বাংলাদেশের সংগ্রহ তখন ১৬ ওভার শেষে ২ উইকেটে ১৩৯ রান। ইনিংসের বাকিটা সময় তামিম ও সাকিব দারুণ ব্যাটিং করে বাংলাদেশকে এনে দেন ১৮০ রানের পুঁজি। তামিম অপরাজিত ছিলেন ১০৩ রান (৬৩ বলে) নিয়ে। সাকিব করেছেন অপরাজিত ১৭ রান।
রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় ধর্মশালায় শুরু হয়েছে ম্যাচটি। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সম্পূর্ণই অচেনা দল ওমান। আইসিসির সহযোগী এই দেশটির বিপক্ষে আর কখনোই কোনো ম্যাচে বাংলাদেশ দলের সাক্ষাৎ হয়নি। দুটি দলই একে অপরের কাছে একেবারেই অপরিচিত।
এই ম্যাচে জয়ী দল যাবে সুপার টেনে। তাইতো এ দিনের ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। যে দল জিতবে সেই দলই সুযোগ পাবে মূল পর্বে খেলার। ফলে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ মাশরাফি বাহিনী। যদিও পারফরম্যান্সের দিক দিয়ে বাংলাদেশই ফেভারিট হিসেবে এগিয়ে আছে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ ও আল আমিন হোসেন।