

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দারুণ ক্রিকেট খেলেছিল নেদারল্যান্ডস। ফখর জামানের সেঞ্চুরিতে ৩১৪ রান করে মাত্র ১৬ রানে জয় পায় বাবর আজমের দল।
দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে ভালো সংগ্রহ পায়নি ডাচরা। অলআউট হয়েছে ১৮৬ রানে। পাকিস্তানের বিপক্ষে হেরেছে ৭ উইকেটে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাবর আজমের দল।
টস জিতে ব্যাট করতে নেমে ৮ রানে ৩ উইকেট হারায় নেদারল্যান্ডস। চারে নামা বেন ডি লিডস এবং পাঁচে নামা টম কুপার ১১৭ রানের জুটি গড়েন। লিডস শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন ১২০ বলে ৮৯ রানের ইনিংস। কুপারের ব্যাট থেকে আসে ৭৪ বলে সাত চার ও দুই ছক্কায় ৬৬ রান।
শুরুর মতো মিডল অর্ডারে অন্য ব্যাটাররা ব্যর্থ হলে ৪৪.১ ওভারে অলআউট হয় ডাচরা। জবাব দিতে নেমে দুই পাকিস্তান ওপেনার ইমাম উল (৬) ও ফখর জামান (৩) ব্যর্থ হন। তিনে নামা অধিনায়ক বাবর আজম ৬৫ বলে সাত চারে ৫৭ রান করে আউট হন।
পরের পথটা হার না মানা ইনিংস খেলে পাড়ি দেন মোহাম্মদ রিজওয়ান ও আগা খান। উইকেটরক্ষক রিজওয়ান ৮২ বলে ৬৯ রান করেন। আগা ৩৫ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫০ রান করেন। পাকিস্তানের হ্যারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ তিনটি করে উইকেট নেন। দুই উইকেট দখল করেন নাসিম শাহ।
স্পোর্টস/এম জি