ক্যানসারে প্রায় অর্ধেক মৃত্যুই প্রতিরোধযোগ্য : গবেষণা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৯ ১১:১৯:১৪
বিশ্বে প্রতি বছর লাখ লাখ মানুষ ক্যানসারে মারা যায়। গবেষকরা বলছেন, প্রায় অর্ধেকের মতো মৃত্যুর ঝুঁকিই প্রতিরোধযোগ্য। ক্যানসারের প্রধান তিনটি কারণ হিসেবে তারা উল্লেখ করেন ধূমপান, অতিরিক্ত মদ্যপান ও স্থূলতা। খবর সিএনএন।
ল্যানচেট জার্নালে গতকাল বৃহস্পতিবার এ গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে বলা হয়, ২০১৯ সালের মোট ক্যানসারে মৃত্যুর ৪৪ দশমিক ৪ শতাংশ অর্থাৎ সাড়ে ৪৪ লাখ মৃত্যুর কারণ প্রতিরোধযোগ্য ঝুঁকির কারণে। সেখানে তারা ধূমপান, মদ্যপান বা স্থূলতার সঙ্গে ক্যানসারের ঝুঁকির পরিসংখ্যান তুলে ধরেন।
গবেষকরা ২৩ ধরনের ক্যানসারে মৃত্যু ও এর সঙ্গে যুক্ত ৩৪ ধরনের ঝুঁকি মিলিয়ে সিদ্ধান্তে আসেন।
গবেষণাপত্রটি লেখেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের পরিচালক ড. ক্রিস মুরে ও তার সহকর্মীরা। তিনি জানান, ক্যানসারের জন্য দায়ী ঝুঁকিগুলো উদঘাটনে এটা এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রচেষ্টা।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত রয়েছে এ গবেষণা। এতে ড. মুরের ইনস্টিটিউটের গ্লোবাল বার্ডেন অব ডিজিজ প্রকল্পের তথ্য ব্যবহার করে বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ক্যানসার ও এর ঝুঁকির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হয়।
যথাযথ ফলাফল পেতে গবেষকরা ২০১০ থেকে ২০১৯ সালের ২০৪টি দেশের ক্যানসারে মৃত্যু ও অসুস্থতার তথ্য নিয়ে কাজ করেছেন। তাদের কাজের আওতায় ছিল ২৩ ধরনের ক্যানসার ও ৩৪টি রিস্ক ফ্যাক্টর। সেখানেই ধূমপান, মদ্যপান ও স্থূলতার মতো প্রতিরোধযোগ্য কারণগুলো ওঠে এসেছে। অর্থাৎ, অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এ ঝুঁকি কমিয়ে আনা যেতে পারে।
এএ