প্রথমবারের মতো নাটকে নোবেল-তিশা

প্রকাশ: ২০১৬-০৩-১৪ ১১:৪০:২৯


nobel-and-tishaপ্রথমবারের মতো একসঙ্গে নাটকে কাজ করলেন নোবেল ও তিশা। তানিম রহমানের রচনায় ও মো. মেহেদী হাসান জনির চিত্রনাট্য ও পরিচালনায় ‘আনপ্রেডিকটেবল’ নাটকে তারা দুইজন একসঙ্গে অভিনয় করেছেন।

নাটকে নোবেল অভিনয় করেছেন ফয়সাল চরিত্রে এবং তিশা অভিনয় করেছেন কবিতা  চরিত্রে। পরিচালক মেহেদি হাসান জনি জানান, সম্পূর্ণ ভিন্নধরনের রোমান্টিক গল্প নিয়েই মূলত এ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে।

নোবেল ও তিশা ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন উজ্জ্বল চৌধুরী,বাশার বাপ্পী, শাকিল দেওয়ান, সামছুল হুদাসহ আরও অনেকে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, তিশার সঙ্গে নাটকে এটাই আমার প্রথম কাজ। তিশা খুব ভালো কাজ করে। তিশার সাথে নাটকটিতে কাজ করে খুব উপভোগ করেছি। নাটকটির গল্প খুব চমৎকার। আশাকরি দর্শকদের ভালো লাগবে ।

তিশা বলেন, নোবেল ভাইয়ের সঙ্গে বিজ্ঞাপনে অনেক কাজ করেছি। আর নাটকে এই প্রথম কাজ করলাম। সত্যিই দর্শকের অনেক ভালো লাগবে।

সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আসছে ঈদে যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।