
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুকনো হলুদ আমদানি কমেছে। গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে প্রায় ২০ শতাংশ পরিমাণ আমদানি কমেছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাসে এ বন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি হয়েছে ১৮ হাজার ৯৮৬ টন। এতে ব্যয় হয়েছে ১৮৬ কোটি ৪৩ লাখ টাকা। তবে গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি হয়েছিল ২৮ হাজার ২৪৮ টন। আমদানীকৃত হলুদের মূল্য ছিল ২২৯ কোটি ৮৬ লাখ টাকা। এতে গত অর্থবছরের একই মাসের তুলনায় আমদানি কমেছে নয় হাজার টন।
এনজে