নয় বছর পর বিগ ব্যাশে ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২১ ১৪:৪৬:২০

দীর্ঘ নয় বছর পর আবারো বিগ ব্যাশে ফিরছেন ডেভিড ওয়ার্নার। সর্বশেষ ২০১৩ সালে সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশে খেলেছিলেন তিনি। যদিও গত মাসে আস্ট্রেলিয়ান বেশকিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে, ডেভিড ওয়ার্নার বিগ ব্যাশে না খেলে আরব আমিরাতে অনুষ্ঠিত আইএল টি-২০ লীগ খেলার জন্য অনুমতি চেয়েছেন।
তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সিডনি থান্ডারের সঙ্গে ২ বছরের চুক্তি করেছেন তিনি। প্লাটিনাম ক্যাটাগরিতে ৩ লক্ষ ৪০ হাজার আস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকায় ওয়ার্নারকে দলে নিয়েছে সিডনি থান্ডার । এর আগে ওয়ার্নার বিগ ব্যাশের তিনটি আসরে খেলেছিলেন।
ওয়ার্নার ২০১১ ও ২০১২ সালে খেলেন সিডনি থান্ডারের হয়ে। আর ২০১৩ সালে যোগ দেন সিডনি সিক্সার্সে । তবে এবারের বিগ ব্যাশে সবকটি ম্যাচ খেলতে হচ্ছে না ওয়ার্নারকে ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্ট-এর পর মাত্র ৫ টি ম্যাচ খেলবেন এই বাঁহাতি ওপেনার । এরপর ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবেন তিনি ।
যদি সিডনি থান্ডার ফাইনালে উঠে তবে বড়জোর ৫ টি ম্যাচ খেলতে পারবে ওয়ার্নার।
ওয়ার্নার বলেন, একটি সফল বিবিএল অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য কতোটা গুরুত্বপূর্ন এই নিয়ে আমি সচেতন। তিনি আরও বলেন, আমি খেলার প্রতি গভীরভাবে যত্নশীল এবং আমি একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমি শর্তগুলো উপভোগ করি।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












