জিয়াউল হাসান আবারও সোনালী ব্যাংকের চেয়ারম্যান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২১ ১৯:২৫:৫২

জিয়াউল হাসান সিদ্দিকী আবারও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
রোববার (২৪ আগস্ট) তাঁর পুনর্নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চেয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ স্মারক জারি করে।
এর আগে জিয়াউল হাসান সিদ্দিকী ২০১৯ সালে প্রথমবার সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। অর্থাৎ তিনি টানা দ্বিতীয়বার একই পদে নিয়োগ পেলেন। এর আগে তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













