আরাকান আর্মির শীর্ষস্থানীয় নেতা গ্রেফতার

প্রকাশ: ২০১৫-১০-১৪ ১১:৩৬:১০


Arakan armyরাঙামাটির রাজস্থলীর ইসলামপুর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষস্থানীয় নেতা রেনিন সুয়েকে গ্রেফতার করেছে বাংলাদেশের যৌথ বাহিনী।

রাজস্থলী থানার ওসি ওহিদ উল্লাহ সরকার বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ইসলামপুরের একটি নির্মাণাধীন মসজিদে বিজিবির মেজর শাব্বির আহমেদ, মেজর কামাল পাশা এবং তার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রেনিন সুয়ে বর্তমানে রাজস্থলী থানায় রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট বুধবার রাতে নেদারল্যান্ডসপ্রবাসী আরাকান আর্মির নেতা রেনিন সুয়ের রাজস্থলীর বিলাসবহুল বাসায় সেনা-পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় বাড়ির মালিক রেনিন সুয়েকে আটক করা না গেলেও তার সহযোগী অংনু উয়াং রাখাইনকে আটক করা হয়। তার কাছ থেকে তিনটি আরাকান আর্মির পোশাক, আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ ও তিনটি ক্যামেরা পাওয়া গেছে। এ সময় দুটি ঘোড়াও আটক করা হয়।

অংনু ইয়াং রাখাইন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন যে তিনি আরাকান আর্মির সহযোগী। তার বাড়ি আরাকানে। পরে ওই বাড়ির আরো দুই কেয়ারটেকারকে আটক করা হয়।