ব্যাংকিং সময়ে পরিবর্তন আসছে!
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-২২ ১৫:৪১:১১

জ্বালানি সাশ্রয়ে অফিস টাইম পরিবর্তন করা হয়েছে। আগামি বুধবার থেকে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
ফলে ব্যাংকিং সময়েও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।
তিনি সানবিডিকে বলেন, সরকারি অন্যান্য অফিসের সাথে সমন্বয় করে আমাদেরও সময় নির্ধারণ করা হয়। সরকার অফিস সময়ে পরিবর্তন এনেছে। প্রজ্ঞাপন পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
পরে সংবাদ সম্মেলনে সচিব বলেন, জ্বালানি সাশ্রয়ে আগামী ২৪ আগস্ট থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া, সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তিনি জানান, আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













