ব্যাংকে লেনদেন ৯টা থেকে ৩টা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-২২ ১৯:৩৮:৫৬

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ওইদিন থেকে ব্যাংক চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এসময় ব্যাংকের লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
সোমবার (২২ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বলা হয়েছে, লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে বিকাল ৫ ঘটিকার মধ্যে সব কর্মকর্তা কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা উপ শাখা বুথগুলো সার্বক্ষণিক খোলা রাখা যাবে।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













