হিলিতে কমেছে পেঁয়াজের দাম

উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৮-২৩ ১২:১২:৫৩


দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। কেজিপ্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ২৬ টাকায়; যা গত দুই দিন আগে বিক্রি হয়েছিল ৩০ টাকা দরে। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানি বেশি এবং ডলারের দাম কমার কারণে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম, বলছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, বাজারে সব পণ্যের দামই বেশি। এর মধ্যেও ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। এই আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুশির খবর। তবে চাল, ডাল, চিনি, কাঁচামরিচ ও তেল-মসলাসহ নানান নিত্যপণ্যের দাম বেশিই রয়ে গেছে। গরিব মানুষের জীবন সংসার চালানো বড়ই কঠিন হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা প্রয়োজন বলেও জানান তিনি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে পেঁয়াজে দাম স্বাভাবিক রাখার জন্য বন্দরের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন। এরই মধ্যে ডলারের দাম কমতে শুরু করাই পেঁয়াজের দামও কমেছে। ডলারের মূল্য যদি আরও কমে তবে ২০ টাকার মধ্যে প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যাবে বলেও জানান তিনি।

এএ