বিশ্ববাজারে ১ দশমিক ১ শতাংশ বেড়েছে তামার দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৩ ১৪:০১:৩৯

চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও সম্প্রতি বিশ্ববাজারে তামার দাম বেড়েছে। নিউইয়র্কের কমেক্স মার্কেটে চলতি বছরের সেপ্টেম্বরের কপারের সরবরাহ মূল্য ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। এতে প্রতি পাউন্ড তামার মূল্য হবে ৩ ডলার ৬৭ সেন্ট। খবর মাইনিং ডটকম।
জার্মানি ও জাপানে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতির হার। ইউরোপীয় ও মার্কিন কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদহার বৃদ্ধি অব্যাহত থাকবে। বিশ্লেষকদের আশঙ্কা চীনসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দার দেখা দিতে পারে। যদিও আশা করা হচ্ছে, ঋণহারের বেঞ্চমার্ক কমাতে পারে চীন। অর্থনীতি জোরদার করতে বেশকিছু সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে চীনা সরকার।
কভিড-১৯ মহামারীর অভিঘাত কাটিয়ে সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্ব। এরই মধ্যে এ বছর নতুন করে ভূরাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালায় রুশ সেনাবাহিনী। এ পরিপ্রেক্ষিতে রাশিয়াকে বয়কট করে পশ্চিমা মহল। ফলে অর্থনীতিতে নতুন হুমকি তৈরি হয়। এর জের ধরে দাম বাড়তে শুরু করে বিভিন্ন পণ্যদ্রব্যের।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













