বিশ্ববাজারে ১ দশমিক ১ শতাংশ বেড়েছে তামার দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৩ ১৪:০১:৩৯


চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও সম্প্রতি বিশ্ববাজারে তামার দাম বেড়েছে। নিউইয়র্কের কমেক্স মার্কেটে চলতি বছরের সেপ্টেম্বরের কপারের সরবরাহ মূল্য ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। এতে প্রতি পাউন্ড তামার মূল্য হবে ৩ ডলার ৬৭ সেন্ট। খবর মাইনিং ডটকম।

জার্মানি ও জাপানে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতির হার। ইউরোপীয় ও মার্কিন কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদহার বৃদ্ধি অব্যাহত থাকবে। বিশ্লেষকদের আশঙ্কা চীনসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দার দেখা দিতে পারে। যদিও আশা করা হচ্ছে, ঋণহারের বেঞ্চমার্ক কমাতে পারে চীন। অর্থনীতি জোরদার করতে বেশকিছু সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে চীনা সরকার।

কভিড-১৯ মহামারীর অভিঘাত কাটিয়ে সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্ব। এরই মধ্যে এ বছর নতুন করে ভূরাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালায় রুশ সেনাবাহিনী। এ পরিপ্রেক্ষিতে রাশিয়াকে বয়কট করে পশ্চিমা মহল। ফলে অর্থনীতিতে নতুন হুমকি তৈরি হয়। এর জের ধরে দাম বাড়তে শুরু করে বিভিন্ন পণ্যদ্রব্যের।

এনজে