সব পরিবহনে ডিজিটাল নম্বর প্লেট বাধ্যতামূলক
আপডেট: ২০১৫-১০-১৪ ১৪:০৫:০৩
২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ডিজিটাল নম্বর প্লেটবিহীন কোনো পরিবহন রাস্তায় চলতে দেয়া হবে না। কিছুদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব পরিবহনের নম্বর প্লেট ডিজিটাল করতে হবে। বুধবার বেলা ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন সেতুমন্ত্রী।
মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শেষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে সরকারি-বেসরকারি সব ধরনের পরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। আমি যত জায়গায় গিয়েছি, সব জায়গায় যাত্রীরা একই অভিযোগ করেছেন। অবাক হওয়ার মতো বিষয় হলো, মিনিবাসের সঙ্গে সঙ্গে বিআরটিসি বাসেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। এরই মধ্যে বিভিন্নজনকে শাস্তি দেয়া হয়েছে।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘পরিবহন মালিকদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না।’