হিলিতে কেজিতে ৩-৪ টাকা কমেছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৪ ০৮:৫৮:৫৬


দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩-৪ টাকা কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, বন্দর দিয়ে মসলাপণ্যটির আমদানি বাড়ায় বাজার নিম্নমুখী হয়ে উঠেছে।

জানা গিয়েছে, একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ২৮-২৯ টাকা বিক্রি হয়েছিল, যা গতকাল কেজিপ্রতি ২৫-২৬ টাকা দরে বিক্রি হয়। হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব হোসেন বলেন, দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় মোকামগুলোয় পর্যাপ্ত চাহিদা এবং দেশীয় বাজারে ঊর্ধ্বমুখী দামের কারণে স্থলবন্দর থেকে আমাদের বাড়তি দামে পেঁয়াজ কিনে মোকামে পাঠাতে হতো। এর প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। তবে বর্তমানে পণ্যটির দাম কমতে শুরু করেছে। গতকাল কেজিপ্রতি ৩-৪ টাকা করে কমেছে।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আগে প্রতিদিন বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ২৫-৩০ ট্রাকে উন্নীত হয়েছে। গত সোমবার বন্দর দিয়ে একদিনেই ২৭টি ট্রাকে ৭৯৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

এনজে