ভারতে ২০ শতাংশ কমেছে চা উৎপাদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৫ ০৯:১২:৩২


ভারতে চলতি বছরের প্রথমার্ধে লক্ষণীয় মাত্রায় কমেছে চা উৎপাদন। দেশটির প্রধান চা উৎপাদনশীল অঞ্চলগুলোয় বন্যা ও কীটপতঙ্গের আক্রমণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি প্রকাশিত রাষ্ট্রায়ত্ত চা বোর্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-জুন পর্যন্ত ভারতে ৩৬ কোটি ১ লাখ ৯০ হাজার টন চা উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ২০ শতাংশ কমেছে। জুনে ১৪ কোটি ১৩ লাখ ১০ হাজার কেজি চা উৎপাদন হয়। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ১৭ দশমিক ৪ শতাংশ কমেছে।

বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ চা উৎপাদক দেশটিতে সাধারণত জুন-অক্টোবরের মধ্যে চা পাতা উত্তোলনের কাজ চলে। কিন্তু বন্যায় উত্তোলন কার্যক্রম ব্যাহত হয়েছে। ভারতের মোট উৎপাদিত চায়ের অর্ধেকেরও বেশি আসে আসাম প্রদেশ থেকে। কিন্তু জুনে ভারি বৃষ্টিপাতের কারণে প্রদেশটি প্লাবিত হয়। ফলে শ্রমিকদের জন্য এ সময় চা পাতা উত্তোলন দুঃসাধ্য হয়ে পড়ে। জুনে আসামের চা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৫০ হাজার কেজিতে।

এদিকে জুনে উৎপাদন কমে যাওয়ায় পরের মাসে পানীয় পণ্যটির গড় দাম বেড়েছে। চা বোর্ডের দেয়া তথ্য বলছে, জুলাইয়ে প্রতি কেজি ভারতীয় চায়ের গড় দাম দাঁড়িয়েছে ১৯৪ দশমিক ৪৯ রুপিতে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি।

এনজে