দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ বুধবার সূচকের পতনে লেনদেন চলছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের প্রথম ঘণ্টায় ৬৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৮টি কোম্পানির। আর দর কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৪৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৩৫ পয়েন্টে। এদিকে ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০১ পয়েন্টে।
এই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৪৭ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।