হিলিতে কেজিতে ৬ টাকা বেড়েছে গমের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-২৫ ১৫:১৪:০৪

দিনাজপুরের হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৬ টাকা করে বেড়েছে গমের দাম।ভারত থেকে আমদানি কমায় বাজার চড়া হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, ভারতে দাম বাড়ায় দেশের বাজারেও বেড়েছে। তবে গম বিক্রি না করে গুদামে মজুদ রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে বলে দাবি গম ক্রেতা ও সরবরাহকারীদের।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, নানা জটিলতার পরেও ভারত পুরনো এলসির গম রফতানি অব্যাহত রেখেছে। এতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি অব্যাহত আছে।
তিনি আরো বলেন, কিছুদিন গমের দাম কম থাকলেও হঠাৎ আবারো ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। অন্যান্য দেশ থেকে আমদানি বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে ভারত দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়া ডলারের মূল্যবৃদ্ধিও এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি অনেকটাই কমেছে। কয়েক দিন আগে বন্দর দিয়ে ২০-২৫ ট্রাক গম আমদানি হলেও বর্তমানে তা কমে ১০-১৫ ট্রাকে নেমেছে। গত মঙ্গলবার বন্দর দিয়ে মাত্র ১২ ট্রাকে ৪৩১ টন গম আমদানি হয়েছে। গত জুলাইয়ে ২০ কর্মদিবসে ৪২৯টি ট্রাকে ১৭ হাজার ১৮২ টন গম আমদানি হয়েছিল।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













