
লন্ডন মেটাল এক্সচেঞ্জে বৃহস্পতিবার বেড়েছে তামার দাম। পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা এবং ডলারের দরপতন তামার দাম বাড়াতে সহায়তা করেছে। যদিও অর্থনৈতিক মন্দার আশঙ্কায় ব্যবহারিক ধাতুটির চাহিদা মন্দার মুখেই রয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
তথ্য বলছে, এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৫২ ডলারে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে আগামী সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৬২ হাজার ৯১০ ইউয়ান বা ৯ হাজার ১৭৮ ডলার ৭২ সেন্টে।
বৈশ্বিক অর্থনীতিতে উত্থান-পতনের নির্দেশক হিসেবে প্রায়ই তামার ব্যবহার হয়। গত জুলাইয়ের মাঝামাঝি ধাতুটির দাম ২০ মাসের সর্বনিম্নে নেমেছিল। এর পর থেকে বাজারদরে ১৬ শতাংশ পুনরুদ্ধার ঘটেছে। যদিও বছরের শুরু থেকে এখন পর্যন্ত তামার দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কমেছে।
এনজে