ময়মনসিংহ বিভাগের যাত্রা শুরু

আপডেট: ২০১৫-১০-১৪ ১৪:০৪:০৬


Moymonsingঅবশেষে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা- এই চারটি জেলা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২-এর প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো বিভাগটি।

দীর্ঘ ২৬ বছর আন্দোলনের পর দেশের অন্যতম বৃহৎ জেলা ময়মনসিংহসহ চার জেলা নিয়ে বিভাগ গঠনের সিদ্ধান্ত গত ১৪ সেপ্টেম্বর নিকারের বৈঠকে অনুমোদন পায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগের ঘোষণা দেন।

নবগঠিত এই বিভাগের আয়তন হবে ১৩ হাজার ৬৩১.১২ বর্গকিলোমিটার। ঢাকা বিভাগকে ভেঙে নবগঠিত ময়মনসিংহ বিভাগের চারটি জেলার মধ্যে রয়েছে মোট ২৪টি আসন, উপজেলা ৩৫টি, থানা ৩৭টি, পৌরসভা ২৬টি, ইউনিয়ন ৩৫২টি এবং গ্রাম ৭ হাজার ৩০টি।

ময়মনসিংহে ১ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৪৭ জনসংখ্যা রয়েছে। আর  বিভাগে জনসংখ্যার ঘনত্ব ১০১০ জন প্রতি বর্গ কিলোমিটার। আয়তনে সবচেয়ে বড় জেলা ময়মনসিংহ (৪,৩৯৪.৫৭ বর্গ কি.মি.) এবং আয়তনে সবচেয়ে ছোট জেলা- শেরপুর (১,৩৬৪.৬৭ বর্গ কি.মি.)।

Moymonময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার সঙ্গে টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা রেখে ময়মনসিংহ বিভাগ গঠনের প্রস্তাবে গত ২৬ জানুয়ারি, ২০১৫ নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। তবে চূড়ান্ত অনুমোদনে টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাকে ঢাকার সঙ্গেই রাখা হয়। ময়মনসিংহ বিভাগ হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিভাগে জেলা ছিল ১৭টি। নতুন বিভাগ হওয়ায় এখন ঢাকা বিভাগে রয়েছে ১৩টি জেলা।

ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠা লাভ করে ১৭৮৭ সালের ১ মে। ১৯৮৪ সালে সকল মহকুমা জেলায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত গৃহীত হওয়ার ফলে বৃহত্তর ময়মনসিংহ জেলার ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর সকল মহকুমাই জেলায় উন্নীত হয়।