

এশিয়া কাপের ১৫তম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
বাবর আজম জানিয়েছেন টস জিতলে তিনিও বোলিং নিতেন। তারা তিনজন পেসার ও দুইজন স্পিনার নিয়ে খেলবেন। পাকিস্তানের হয়ে আজ অভিষেক হচ্ছে তরুণ পেসার নাসিম শাহর।
টস জিতে রোহিত শর্মা বলেন, আমি মনে করি না টস খুব গুরুত্বপূর্ণ। এখানে কয়েক বছর ধরে আমরা খেলছি। হ্যা, উইকেটে কিছু ঘাস আছে এবং আমরা এটিকে কাজে লাগাতে চাই। ঋষভ পন্ত দুর্ভাগ্যবশত মিস করেছে এই ম্যাচ। আমরা দীনেশ কার্তিককে রেখেছি একাদশে। আভেশ দলের তৃতীয় পেসার।
পাকিস্তান একাদশ:
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং।
এম জি