


হার দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ মহিলা দল। মঙ্গলবার ব্যাঙ্গালুরুতে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭২ রানের বিরাট ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে।ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছে মিতালি রাজ, ৪২। দ্বিতীয় সর্বোচ্চ হামানপ্রীত কাউরের, ৪০। এছাড়া ৩৮ রান করেছেন ভানিথা।বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন ফাহিমা খাতুন এবং রুমানা আহমেদ। একটি নাদিয়া আকতারের।
জবাবে ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ৯১ রান তুলতে পারে বাংলাদেশ দল। সর্বোচ্চ ২৭ রান করেন নিগার সুলতানা। ভারতের পক্ষে অনুজা পাতিল ও পূনম ২টি করে উইকেট নেন।
সানবিডি/ঢাকা/আহো