বিমা কোম্পানিগুলোর কেন্দ্রীয় ডাটাবেস সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-৩১ ১৮:১৯:২৫
বিমা খাত ডিজিটাইজেশনের অংশ হিসেবে দেশের সকল লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানির কেন্দ্রীয় ডাটাবেস সংক্রান্ত তথ্য চেয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । কর্তৃপক্ষের নির্ধারিত ছকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে এ তথ্য পাঠাতে হবে। সোমবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি সরকারি বেসরকারি সকল বিমা কোম্পানিকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের সার্কুলার নং- ৮/২০২১ এর সিদ্ধান্ত (২) মোতাবেক প্রতিটি বিমা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে একটি কেন্দ্রীয় ডাটাবেস সহ ইন্টিগ্রেটেড একাউন্টিং সফটওয়্যার, পলিসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ইত্যাদির সমন্বয়ে স্বয়ংসম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে কার্যক্রম পরিচালনা ৩০ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়।
কর্তৃপক্ষের উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে বিমা প্রতিষ্ঠানসমূহ কি ধরণের সফটওয়্যার ব্যবহার করছে এর তালিকা ও তথ্যাদি নির্ধারিত ছক মোতাবেক কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করতে হবে। এক্ষেত্রে ছকের সকল কলাম পূরণ করা বাধ্যতামূলক। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এসব তথ্য পাঠাতে হবে। চিঠিতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মো. শাহ আলম।
এএ