

এশিয়া কাপের বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতের বিপক্ষে। দুবাই স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলনেতা নিজাকাত খান।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো হার্দিকপান্ডিয়াকে বিশ্রামে রাখার কথা জানিয়েছেন রোহিত শর্মা। তার বদলে একাদশে রাখা হয়েছে ঋষভ পান্তকে।
হংকং:
নিজাকত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তজা, বাবর হায়াত, কিঞ্চিত শাহ, আইজাজ খান, স্কট ম্যাককেনি (উইকেট রক্ষক), জিশান আলী, হারুন আরশাদ, এহসান খান, আয়ুশ শুক্লা, মোহাম্মদ গজানফার।
ভারত:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক (উইকেট রক্ষক), ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং।
এম জি