‘তালপাতার সেপাই হবার যোগ্যতাও হারিয়েছে সিনিয়ররা’
আপডেট: ২০১৫-১০-১৪ ১৩:৫৫:৩৯
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের সিনিয়র দর্শন শেষ হয়েছে। ভদ্রতা দেখাতে দেখাতে তাদেরকে আসলে মাথায়ই তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর।
বুধবার তিনি তার ফেসবুক ফ্যান পেজে এই মন্তব্য করেন।
তিনি বলেন, আজকেও নাম উল্লেখ করছিনা, তবে বাড়াবাড়ি আরো চূড়ান্ত পর্যায়ে গেলে সবাইকে খোলা বাজারে নিলামে তোলা হবে। জুনিয়ররা সিনিয়রদের সম্মান দেখাবে এটাই নিয়ম, কিন্তু কিছু সিনিয়রদের চেহারা দেখা ও নাম শোনা এখন বিরক্তির পর্যায়ে চলে গেছে।
পেজে তিনি আরো বলেন, স্বাধীনতার পর কতিপয় সিনিয়র এ পর্যন্ত কি করেছেন !!! অনেক অনেক ভালো ভালো গান আমাদের দিয়েছেন,আমরা কৃতজ্ঞ । সঙ্গে দিয়েছেন সিষ্টেম লস,দারিদ্র্য, অসহায়ত্ব, স্বার্থপরতা, লবিং, রাজনীতি, নতুনদের দাবিয়ে রাখার নিত্য নতুন কৌশল। একজন সিনিয়র অসুস্থ সঙ্গীত পরিচালক শিল্পীদের সমিতি করে নিজেই টাকা খেয়ে ফেলেছেন । সেই সিনিয়র নিজেকে বেচে দিয়েছেন প্রযোজকদের কাছে, দলিল দস্তাবেজ চাইলে ফেসবুকেই ছেপে দেবো।
জনপ্রিয় এই শিল্পী বলেন, চোরের মায়ের বড় গলার মতই কন্ঠ গুলো একত্রে বাজছে। তথাকথিত সিনিয়রদের বলতে চাই – আপনারা সময় থাকতে আত্মবিশ্লেষন করুন । বাকী জীবন ভদ্রতার সাথে কাটান। আপনারা এখন তালপাতার সেপাই হবার যোগ্যতাও হারিয়েছেন। দিন শেষে আপনারাই মূল ধান্ধাবাজ। তরুন ছেলে শিল্পীদের কথা না হয় বাদ দিলাম, ওদের দেয়ার কিছু নেই । মেয়েদেরকে আপনারা কিভাবে ট্রিট করেন সূযোগ দেয়ার নামে, সব বলে দেয়া হবে।
সিনিয়রদে সাবধান করে আসিফ বলেন, এখন থেকে তরুণরাই সিদ্ধান্ত নেবে ভদ্র এবং গুনী সিনিয়র সঙ্গীতজ্ঞদের সমন্বয়ে । আপনারা লোভী, স্বার্থপর, ব্যর্থ, হিংসুটে এবং কুরুচিপূর্ণ মানসিকতার অথর্ব লোক। চামচা দৌড়ানো হবে ইন্ডাস্ট্রী থেকে, নিরাপদ দূরত্ব বজায় রাখুন ভদ্রতার সহিত, অন্যথায় বিকল্প রাস্তা খুঁজুন। নাম ভাঙ্গিয়ে খাওয়ার দিন শেষ, শ্রদ্ধা তুলে রাখলাম ভল্টে, সাধু সাবধান ………… ।
সানবিডি/ঢাকা/এসএস