তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৯-০১ ১৯:৪৫:৪১


এশিয়া কাপে গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে দলে ৩টি পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে।

এই ম্যাচটি শ্রীলঙ্কা ও বাংলাদেশ উভয়ের জন্য বাঁচা-মরার লড়াই। যারা জিতবে তারা চলে যাবে সুপার ফোরে। আর যারা হারবে তারা ধরবে দেশের বিমান।

টিকে থাকার এই ম্যাচে টাইগার শিবিরে এসেছে ৩ পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন, এনামুল হক বিজয় ও নাঈম শেখ। অপরদিকে এই ৩ জনের পরিবর্তে দলে জায়গা হয়েছে সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেনের।

বাংলাদেশ একাদশ:

সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ:

কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, মাথিসা পাথিরানা, দিলশান মাধুশঙ্কা।

এম জি