
লন্ডন মেটাল এক্সচেঞ্জে ( এলএমই) বৃহস্পতিবার বাজার আদর্শ তামার দাম আগের দিকের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭ হাজার ৭৬৫ ডলার। গত শুক্রবারের পর থেকে ধাতুটির দাম প্রায় ৬ শতাংশ কমেছে।
চীনে কারখানার কার্যক্রম আগস্টে টানা দ্বিতীয় মাসের মতো কমেছে। করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা উৎপাদন খাতকে বিপর্যস্ত করে তুলেছে। অন্যদিকে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবদাহ দেখা দিয়েছে। পাশাপাশি দেশটির প্রপার্টি খাতও বিপর্যস্ত। এসব কারণে দেশটিতে তামার চাহিদা তলানিতে।
ডলারের রেকর্ড মূল্যবৃদ্ধিও চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলেছে। ডলারে লেনদেন হওয়া তামা অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে ক্রেতারা ধাতুটিতে কেনার পরিমাণ কমিয়ে এনেছেন।
এদিকে এলএমইতে তামার পাশাপাশি অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ২ হাজার ৩৬০ ডলারে নেমেছে। দস্তার দাম দশমিক ৯ শতাংশ কমে ৩ হাজার ৪৪৯ ডলারে নেমেছে।
এনজে