হিলিতে কেজিতে ২ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৩ ০৮:৫৮:২১

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি কমার অজুহাতে সরবরাহ কমায় আবারো একদিনের ব্যবধানে কেজিতে ২ টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। একদিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১৭-১৮ টাকা থেকে শুরু করে ১৯-২০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৯-২০ টাকা থেকে শুরু করে ২১-২২ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ২৫-৩০ ট্রাকে উন্নীত হয়েছে। বুধবার বন্দর দিয়ে একদিনেই ৪২ ট্রাকে ১ হাজার ২৩৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকালও আমদানি অব্যাহত ছিল।
দুই মাস বন্ধ থাকার পর জুলাইয়ে আবারো বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে পেঁয়াজের চাহিদা বছরে ৩৫-৩৬ লাখ টন। এর বিপরীতে ৩০-৩২ লাখ টন উৎপাদিত হয়। গত বছরে দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে ২ লাখ ৭৯ হাজার টন। তবে গরম ও সংরক্ষণের অভাবে উৎপাদিত পেঁয়াজের ২০ শতাংশই নষ্ট হয়ে যায়। চাহিদা মেটাতে প্রায় বছরজুড়েই আমদানির ওপর নির্ভর করতে হয়। যার সিংহভাগই ভারত থেকে আমদানি করতে হয়।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













