দারুণ ছন্দে ব্যাটিংয়ে করছে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৩ ২১:১১:০০

এবারের এশিয়া কাপে দারুণ ছন্দে আছে আফগানিস্তান। গ্রুপপর্বে দুই ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছে মোহাম্মদ নাবির দল। গ্রুপপর্বে তারা একবার হারিয়েছিল শ্রীলঙ্কাকে।
ফের সেই শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ভালো সূচনা করেছে আফগানিস্তান। শারজায় টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় আফগানরা।
২৯ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে ধীরগতির হজরতউল্লাহ জাজাই মধুশঙ্কার বলে বোল্ড হলে (১৬ বলে ১৩)। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৪৯ রান তোলে আফগানরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৭০ রান। গুরবাজ ৩২ বলে ৫৬ আর ইব্রাহিম জাদরান ২৪ বলে ২১ রানে অপরাজিত আছেন।
সানবিডি/এমআর







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












