এমপি লিটনকে গ্রেফতারে বাধা নেই

আপডেট: ২০১৫-১০-১৪ ১৪:০৩:১৮


Litonশিশুকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। এর ফলে এমপি লিটনকে গ্রেফতারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও এমপি লিটনের পক্ষে ব্যারিস্টার মোকছেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে চেম্বার বিচারপতির আদালতে আত্মসমর্পণের নির্দেশ স্থগিত চেয়ে আবেদন জানান রাষ্ট্রপক্ষ।

গত সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জের শিশু সৌরভের দুই পায়ে গুলি করার মামলায় এমপি লিটনের আগাম জামিনের আবেদন খারিজ করে তাকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে গাইবান্ধার বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সোমবার আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, হাইকোর্ট লিটনের জামিনের আবেদন খারিজ করেছেন। এরপর তিনি আত্মসমর্পণের সুযোগ চাওয়ায় তাকে ১৮ অক্টোবরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এ আদেশের ফলে তাকে গ্রেফতার করা যাবে কি না, সে বিষয়ে বিভ্রান্তিতে পড়েছে পুলিশ। পুলিশ যেন তাকে গ্রেফতার করতে পারে, সে জন্য আপিল বিভাগে এ আবেদন জানানো  হয়েছে।