

এখন চলছে টি-২০ বিশ্বকাপের মৌসুম। ঠিক এই সময়ে আরেক মাত্রা যোগ করলেন ভারতীয় মডেল আরশি খান।
তিনি দাবি করেছেন, ক্রিকেটার আফ্রিদির সন্তানের মা হতে চলছেন তিনি। আরশি একটি ভিডিও বার্তায় এ কথা জানান। গতকাল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে এ ভিডিওটি।
এতে আরশি বলেন, ‘কাজের জন্য আমরা একসঙ্গে থাকতে পারি না ঠিকই কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা রয়েছে ষোলআনা। প্রমাণ আমার গর্ভে আফ্রিদির সন্তান। মাত্র ছয় মাস পরই আমি আফ্রিদির সন্তানের জন্ম দিতে চলেছি।’
পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে আরশির সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে-ই চলছে নানা গুঞ্জন। এবার সব গুঞ্জনের অবসান ঘটালেন আরশি খান।
https://youtu.be/g7R0D2NnfZs