এসডিজি বাস্তবায়নে জাতীয় কমিটি গঠনের সুপারিশ

প্রকাশ: ২০১৫-১০-১৪ ১৪:০৮:২৭


Mdgটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অংশগ্রহণমূলক একটি জাতীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন দেশের ‘ভয়েস’ নামক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ যথাযথ কর্মসংস্থানের মাধ্যমে সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে সঠিক পরিকল্পনা জরুরি। এ জন্য পেশাজীবী সংগঠন, নাগরিক সংগঠন, গণমাধ্যম, নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধি, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করতে হবে।

এ কমিটি যাতে বিকেন্দ্রীকরণের মাধ্যমে কাজ করতে পারে, সে বিষয়েও উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভায় এসব কথা বলা হয়।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। তিনি বলেন, কর্মসংস্থান, এসজিজি একটি উচ্চাভিলাষী এবং সময়োপযোগী সিদ্ধান্ত। এটি আন্তর্জাতিক, আঞ্চলিক ও দেশীয় রাজনৈতিক সদিচ্ছার জন্যই সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মনোনিবেশ করা। এ জন্য একটি জাতীয় কমিটি গঠনের কোনো বিকল্প নেই। এ ছাড়া বাস্তবায়ন কর্মসূচি যাতে নিয়মিত তদারকি বা মনিটরিং হয়, সে ব্যবস্থাও করতে হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উন্নয়ন ধারা ট্রাস্টের নির্বাহী পরিচালক গোলাম রসুল, সিপিআরডির নির্বাহী পরিচালক শামসুজ্জোহা প্রমুখ।