৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপোর কার্যক্রম বাতিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৬ ১৮:২৩:৫৬


মহামারি করোনার বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর ধার নেওয়া বিশেষ রেপোর (পুনঃক্রয় চুক্তি) মেয়াদ ২৮ দিন থেকে প্রায় ১৩ গুণ বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছিল। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপোর কার্যক্রম বাতিল করলো বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এর কার্যক্রম বাতিল করে একটি নির্দেশনা জারি করা হয়। যে নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং ৩৬০ দিন মেয়াদী বিশেষ রেপোর কোনও চাহিদা পরিলক্ষিত না হওয়ায় এ সংক্রান্ত আগের সার্কুলারটি বাতিল করা হলো।

এর আগে ২০২০ সালের ১৩ মে করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে তারল্য জোগান দিতে বিশেষ রেপোর মেয়াদ ২৮ দিন থেকে ৩৬০ দিন করা হয়েছিল।

বিশেষ এ রেপো নেওয়ার জন্য প্রচলিত নিয়মে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকে বিড দাখিল করতে হতো। অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ধারণ করা এসএলআরের অতিরিক্ত সরকারি সিকিউরিটিজ বাংলাদেশ ব্যাংকে জামানত রেখে অর্থ নিতে হতো। একটি প্রতিষ্ঠান ট্রেজারি বিলের অভিহিত মূল্যের ৮৫ শতাংশ এবং ট্রেজারি বন্ডের অভিহিত মূল্যের ৯৫ শতাংশ রেপো নিতে পারতো।

এএ