দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৬ ১৯:০৯:৪৭


আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বাম তর্জনীতে চোট থাকায় দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনের। দলের নেতৃত্বে রাখা হয়েছে টেম্বা বাভুমাকে। এই ব্যাটারও কনুইয়ের চোটের কারণে নেই ইংল্যান্ড সফরে।

পূর্ণ সেরে উঠতে অস্ত্রোপচার লাগতে পারে বাভুমার। কিন্তু বিশ্বকাপে তাকে ফিট পেতে অস্ত্রোপচারের পরিবর্তে রক্ষণশীল চিকিৎসা বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বর ও অক্টোবরে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচের সিরিজ খেলতে ভারত সফর করবে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজে বাভুমা ফিরবেন বলে আশা করছে সিএসএ।

বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে কলপাক চুক্তি থেকে ফিরে আসা রাইলি রুশোকে। এছাড়াও দুর্দান্ত ফর্মে থাকা রেজা হ্যানড্রিকসও আছেন দলে।

আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি২০ বিশ্বকাপের অষ্টম আসর। ১৩ নভেম্বর নামবে বিশ্বকাপের পর্দা।

টি২০ বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:
টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, রেজা হ্যানড্রিকস, রাইলি রুশো, অ্যাইডেন মার্করাম, হেইনরিখ ক্লেসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, কেশভ মহারাজ, তাবরাইজ শামসি, ড্যুয়েন প্রেটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া ও ওয়েন পারনেল।

এএ