শ্রীলঙ্কাকে ১৭৪ রানের লক্ষ্য দিলো ভারত
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৯-০৬ ২২:১৪:৩৪

এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে ভারত। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৭৪ রান।
বাঁচা-মরার এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ভারত সংগ্রহ করেছে ৮ উইকেটে ১৭৩ রান।
ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মাহেশ থেকশানার বলে এলবিডব্লু হয়ে মাত্র ৬ (৭) রান করে সাজঘরে ফিরতে হয়েছে লোকেশ রাহুলকে।
এরপর বিরাট কোহলিকে রানের খাতা খোলার আগে তৃতীয় ওভারের চতুর্থ বলে বোল্ড করেন দিলশান মাধুশাঙ্কা। মাত্র ১৩ রানে যখন ২ উইকেট হারিয়ে ফেলে ভারত, তখন দলের হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা।
সূর্যকুমার যাদবকে নিয়ে জুটি বাঁধেন ৯৭ (৫৭) রানের। জুটি ভাঙার আগে রোহিত খেলে যান ৪১ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭২ রানের দুর্দান্ত একটা ইনিংস।
দলীয় ১১০ রানের মাথায় রোহিতের বিদায়ের পর কিছুটা থেমে যায় রানের চাকা। হার্দিক পান্ডিয়া ১৭, ঋষভ পান্ত ১৭ করে ফেরার আগে যাদবকে ৩৪ (২৯) রানে ফেরান দাসুন শানাকা।
দীপক হুডাকে ৩ রানে বিদায় করেন মাধুশাঙ্কা। তবে শেষ দিকে রবিচন্দ্রন অশ্বিনের ৭ বলে ১৫ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং স্কোর পায় ভারত।
শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন দিলশান মাধুশাঙ্কা। ২টি করে উইকেট নেন চামিকা করুনারত্নে ও দাসুন শানাকা। ১টি উইকেট নেন মাহেশ থেকশানা।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












