৯৪ শতাংশ বেড়েছে ভারতের পাম অয়েল আমদানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৭ ০৯:৫৫:০৬


এক মাসের ব্যবধানে দ্বিগুণ বেড়েছে ভারতের পাম অয়েল আমদানি। এর মধ্য দিয়ে ১১ মাসের সর্বোচ্চে পৌঁছল আমদানি। দর সংশোধনের কারণে পরিশোধন প্রতিষ্ঠানগুলো পণ্যটি ক্রয়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ পাম অয়েল আমদানিকারক। দেশটি আমদানি বাড়ানোয় আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি শীর্ষ উৎপাদন ইন্দোনেশিয়ার বৃহৎ আকারের মজুদ কমাতেও সহায়তা করছে এ আমদানি।

ডিলার ও ব্যবসায়ীদের ওপর পরিচালিত জরিপের তথ্য বলছে, এক মাসের ব্যবধানে ভারতে পাম অয়েল আমদানি ৯৪ শতাংশ বেড়েছে। গত মাসে দেশটি ১০ লাখ ৩০ হাজার টন পাম অয়েল আমদানি করেছে।

এ বিষয়ে শীর্ষস্থানীয় ভোজ্যতেল ব্রোকার সানবিন গ্রুপের নির্বাহী প্রধান সন্দীপ বাজোরিয়া বলেন, সফট অয়েলগুলোর তুলনায় পাম অয়েল বর্তমানে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ অবস্থানে আছে। গত মাসে পণ্যগুলোর মধ্যে দামের ব্যবধানও বেড়েছে লক্ষণীয় মাত্রায়।

ডিলাররা বলছেন, বর্তমানে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে ভারতের বাজারে অপরিশোধিত পাম অয়েল রফতানি হচ্ছে টনপ্রতি ১ হাজার ১১ ডলার মূল্যে (ব্যয়, বীমা ও জাহাজ ভাড়াসহ)। অথচ অপরিশোধিত সয়াবিন তেল রফতানি হচ্ছে টনপ্রতি ১ হাজার ৪৪৩ ডলারে।

এনজে