
মাদক ,ইন্টারনেট গেমিং, মোবাইল আসক্তি কে "না" এবং সুস্থ বিনোদন ,সংস্কৃতি চর্চা ও সুশিক্ষাকে প্রতিপাদ্য করে উত্তর তারাবুনিয়া ক্রীড়া সংস্থা শিশু- কিশোর ও যুব সমাজের জন্য আয়োজন করতে যাচ্ছে একটি অনিন্দ্য সুন্দর ফুটবল টুর্নামেন্ট ২০২২। আয়োজক কমিটি ইতিমধ্যে আমাদের স্থানীয় প্রতিনিধিকে জানিয়েছেন আগামী ১২ ই সেপ্টেম্বর উদ্ভোধন হতে যাচ্ছে উত্তর তারাবুনিয়া প্রিমিয়ার লীগ ,সিজন-১। এই পর্বে অংশগ্রহন করবে ইউনিয়নটির ৯ টি ওয়ার্ড থেকে ৯ টি দল।
আয়োজক কমিটি আশাবাদী সিজন-১ এ তারা একটি অভূতপূর্ব টুর্নামেন্ট উপহার দিবেন উত্তর তারাবুনিয়ার দর্শকদের;পাশাপাশি আগামী বছরগুলোতে এই আয়োজনের ধারাবাহিতা অব্যাহত থাকবে। অত্র ইউনিয়নটির খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ইতিহাস বেশ সমৃদ্ধ। প্রবীনরা যে চর্চার শুরু করেছিলেন তার ধারাবাহিকতা বর্তমান প্রজন্মের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলেছে যার ফলশ্রুতিতে দর্শক ও সাধারন মানুষ উল্লেখযোগ্য কয়েকটি সফল টুর্নামেন্টের স্বাক্ষী হতে পেরেছে বিগত বছরগুলোতে।
করোনা অতিমারীর সময় যখন মানুষের জীবন ও জীবিকা স্থবির হয়ে পড়েছিল, কিশোর ও যুব সমাজ যখন ইন্টারনেট গেমিং-পাবজি, ফ্রি ফায়ার,তিন পাট্টিসহ নানান বাজে নেশায় বিভোর হয়ে পড়েছিল তখন আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ভিত্তিক মেগা ফুটবল টুর্নামেন্টর আয়োজন পথ হারিয়ে ফেলা তরুন সমাজকে আলোর দিশা দেখিয়েছে, ভালো পথে হাটার অনুপ্রেরনা জাগিয়েছে।পৌনঃপুনিক খেলার আয়োজন -উত্তর তারাবুনিয়া ফুটবল একাদশের মত একটি শক্তিশালী দল সৃষ্টি হবার অনুকূল পরিবেশ নিশ্চিত করেছে ,এই ধারাবাহিকতা ফুটবল একাদশকে ভবিষ্যতে আরো শক্তিশালী করবে এবং ভালো খেলোয়ার তৈরী করবে বলে আয়োজক কমিটি মনে করেন।উত্তর তারাবুনিয়ার স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এই টুর্নামেন্ট কে ঘিরে সবার মধ্যে আনন্দঘন উত্তেজনা বিরাজ করছে। তারা সব সময় এই ধরনের খেলাধুলার আয়োজন প্রতিবছর হউক ,তাদের সন্তানরা সুস্থ সংস্কৃতি চর্চা ও খেলাধুলার সুযোগ পাক এমনটাই চায়। দেশ ও প্রবাসের উত্তর তারাবুনিয়া ও আশেপাশের ইউনিয়নের দর্শকদের খেলা উপভোগের সুযোগও নিশ্চিত করবে এমনটাই বলেছেন আয়োজক কমিটি।
লেখক: তুহিন আব্দুল্লাহ