আফগানদের ১২৯ রানে আটকালো পাকিস্তান
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৯-০৭ ২১:৪৯:০৯

আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে এশিয়া কাপ ফাইনাল। আফগানিস্তানের বিপক্ষে আজ পাকিস্তান নেমেছে সেটা নিশ্চিত করার লক্ষ্যেই। সেই লক্ষ্য পূরণের প্রাথমিক কাজটা সেরে ফেলেছেন পাকিস্তানের বোলাররা।
বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শারজায় টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান সংগ্রহ করেছে আফগানরা।
ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে উইকেট হারায় আফগানিস্তান। দুই ওপেনারের ৩৬ রানের জুটি ভাঙে ১৭ (১১) রান করা রহমানউল্লাহ গুরবাজের বিদায়ে। এই ওপেনারকে বোল্ড করেন হারিস রৌফ।
এক ওভার পরেই আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকে ২১ (১৭) রানে বোল্ড করে ফেরান মোহাম্মদ হাসনাইন। দুই ওপেনারের বিদায়ের পর দলীয় সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন ইবরাহিম জাদরান। এছাড়া কারিম জানাত ১৫, নাজিবুল্লাহ জাদরান ১০, মোহাম্মদ নবী ০ রান করে ফেরেন সাজঘরে।
শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ১০ ও রশিদ খানের ২ চার, ১ ছক্কায় ১৮ রানে ১২৯ রান তোলে আফগানরা।
পাকিস্তানের পক্ষে ২ উইকেট নেন হারিস রৌফ। ১টি করে উইকেট নেন নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












