ডলার কারসাজি, আরও ছয় ব্যাংককে শোকজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৭ ২২:১০:০৭


ডলার নিয়ে কারসাজি করে অতিরিক্ত মুনাফার প্রমাণ মেলায় আরও ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর এমডিদের এ চিঠি দেয়া হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

তবে ব্যাংকগুলোর নাম জানাননি তিনি।

এর আগে ডাচ-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, ব্র্যাক ও বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের

ট্রেজারি-প্রধানদের অপসারণের নির্দেশ দিয়ে প্রত্যেক ব্যাংকে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এরপর এই ৬ ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর চিঠি দেয় নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিটি ব্যাংকে ইন্সপেকশন করা হবে; যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

ডলারে অস্বাভাবিক মুনাফার তালিকায় আরও অনেক ব্যাংক আছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্রে জানা গেছে। এসব ব্যাংককে তদারকির আওতায় আনা হচ্ছে। এজন্য সব ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য চাওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

এসব ব্যাংক ২০২১ সালের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুনের তুলনায় চলতি বছরের একই সময়ে ডলারে অতিরিক্ত ও অস্বাভাবিক মুনাফা করেছে বলে বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে উঠে এসেছে।

এএ