
রাশিয়া-ইউক্রেন চলমান যু্দ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর উত্তরে রাশিয়া ইউরোপের দেশগুলোয় একের পর এক প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিচ্ছে। এ পরিস্থিতিতে ব্যয়বহুল হওয়া সত্ত্বেও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াচ্ছে ইউরোপ। শুধু তা-ই নয়, স্পট মার্কেট এলএনজি আমদানিতে নেতৃস্থানীয় এশিয়ার জায়গা দখল করে নিচ্ছে ইউরোপ।
বাজার পরিসংখ্যান এবং তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ থেকে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে আনাদোলু এজেন্সি জানায়, চলতি বছরের জুন-আগস্ট পর্যন্ত ইউরোপে এলএনজি আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৮৬ শতাংশ বেড়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ সংকটের কারণে আসন্ন শীতে ব্লকটির দেশগুলো বিদ্যুত্হীনতায় অন্ধকারে নিমজ্জিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউরোপের দেশগুলো গত বছরের জুন-আগস্ট পর্যন্ত ২ হাজার ১০০ কোটি ঘনফুট এলএনজি আমদানি করে। তবে চলতি বছরের একই সময় তা বেড়ে ৩ হাজার ৯১৪ কোটি ঘনফুটে উন্নীত হয়েছে।
এছাড়া গত বছর ইউরোপ সব মিলিয়ে ৭ হাজার ১০০ কোটি ঘনফুট এলএনজি আমদানি করে। অথচ চলতি বছরের আট মাসে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬০০ কোটি ঘনফুটে।
গত বছর বিশ্বজুড়ে এলএনজি বাণিজ্যের পরিমাণ ছিল ৩৮ কোটি টন। এর মধ্যে আট কোটি টনই আমদানি করেছে ইউরোপ।
এনজে