
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথমবারের মতো আতা ফল আমদানি শুরু করেছেন আমদানিকারকরা।এর মধ্য দিয়ে বন্দরের রাজস্ব আহরণ বাড়বে বলে প্রত্যাশা বন্দরসংশ্লিষ্টদের।
সম্প্রতি ভারত থেকে ২ হাজার ৪০০ কেজি আতা ফলবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। হিলির খান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এটি আমদানি করেছে। ভারতের দক্ষিণ দিনাজপুরের জগত্বাবা ইন্টারন্যাশনাল নামের রফতানিকারক প্রতিষ্ঠান ফলটি রফতানি করেছে।
এ বিষয়ে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি ও আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্সের স্বত্বাধিকারী হারুন উর রশীদ বলেন, ভারতের বেঙ্গালুরু অঞ্চল থেকে এসব আতা ফল এসেছে। প্রতি টন আতা ১৫০ ডলার মূল্যে আমদানি হচ্ছে, যা কাস্টমস কর্তৃপক্ষ ৬৫০ ডলার মূল্যে শুল্কায়ন করছে। প্রতি কেজি আমদানিতে শুল্ক বাবদ ৭১ টাকার বেশি শুল্ক পরিশোধ করতে হচ্ছে।
এনজে