নিয়মরক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ভারত
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৯-০৮ ২০:০৯:২৩

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। টস হেরে ব্যাট করছে রোহিত-কোহলিরা। দুই ম্যাচ করে হেরে যাওয়ায় ইতোমধ্যে এশিয়া কাপ থেকে ভারত ও আফগানিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাইয়ের স্পোর্টস সিটি স্টেডিয়ামে মাঠে নামছে দুই দল। শুধুই আনুষ্ঠানিকতার এই ম্যাচে অবশ্য একটি চ্যালেঞ্জ থাকছে দুই দলের সামনেই। এশিয়া কাপের সুপার ফোর থেকে অন্তত একটি জয় নিয়ে বাড়ি ফেরার তাড়না।
ভারত একাদশ:
লোকেশ রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দীপক হুদা, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ শিং।
আফগানিস্তান একাদশ:
মোহাম্মদ নবী (অধিনায়ক), হযরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, কারিম জানাত, রাশিদ খান, আজমতউল্লাহ ওমারজাই, মুজিবুর রহমান, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি।ছবি- ইএসপিএন ক্রিকইনফো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












