আচরণবিধি ভাঙ্গায় আসিফ ও ফরিদকে শাস্তি
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৯-০৯ ২০:০৬:৩৫

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের আসিফ আলী ও আফগানিস্তানের ফরিদ আহমেদ আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় তাদের শাস্তি দিয়েছে আইসিসি। তারা আইসিসির আচরণবিধির প্রথম ধারা ভেঙেছেন।
সেজন্য দুই ক্রিকেটারকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের আনিত অভিযোগ স্বীকার করে নেওয়ায় তাদের বিরুদ্ধে শুনানির প্রয়োজন পড়েনি।
আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করার ম্যাচে শেষ ওভারে ১ উইকেটে জিতেছে পাকিস্তান। ওই জয়ে ভারত ও আফগানিস্তান আসর থেকে বিদায় নেয়।
ম্যাচে ১৯ ওভারের পঞ্চম বলে শেষ স্বীকৃত ব্যাটার আসিফকে আউট করে আগ্রাসী শারীরিক ভাষা প্রদর্শন করেন আফগান পেসার ফরিদ। তেড়ে এসে ধাক্কা দেন আসিফ এবং ব্যাট তুলে তাকে মারতে উদ্যত হন।
ওই ঘটনায় আইসিসি জানিয়েছে, আসিফ আচরণবিধির ২.৬ ধারা ভঙ্গ করেছেন। সেখানে আন্তর্জাতিক ম্যাচে আপত্তিকর শারীরিক ভাষা প্রদর্শন ও অপমানজনক আচরণের কথা বলা হয়েছে।
ফরিদ ২.১.১২ ধারা ভঙ্গ করেছেন। সেখানে ক্রিকেটার, স্টাফ, আম্পায়ার বা ম্যাচ রেফারির প্রতি অসঙ্গত শারীরিক ভাষা প্রদর্শনের কথা বলা হয়েছে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












