ইউক্রেনের ধাতব কয়লা রফতানি বন্ধের ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-১০ ১৪:৪২:৫৫

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ধাতব কয়লা রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ইউক্রেন। আসন্ন শীতে স্থানীয় বাজারে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশিয়া জ্বালানি সরবরাহ বন্ধ করে দিলে ভয়াবহ জ্বালানি সংকটে পড়বে ইউরোপের দেশগুলো। এর প্রভাবে সংকট দেখা দেবে অন্যান্য অঞ্চলেও। ফলে আধুনিক সভ্যতার ইতিহাসে আসন্ন শীত মৌসুমে সবচেয়ে খারাপ সময়ের মুখোমুখি হতে যাচ্ছে এসব দেশ। এ পরিস্থিতির আগাম প্রস্তুতি হিসেবে ইউক্রেন এরই মধ্যে গ্যাস, তাপীয় কয়লা ও জ্বালানি তেল রফতানি বন্ধ করেছে। এবার নতুন করে ধাতব কয়লা রফতানি বন্ধ ঘোষণা করা হলো। এ কয়লা মূলত ইস্পাত উৎপাদনে ব্যবহার করা হয়।
এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ উৎপাদনে যে কয়লা ব্যবহার হয়, সেটির গুণগত মান যাতে খারাপ না হয়, ধাতব কয়লা রফতানির সুযোগ ব্যবহার করে কেউ যেন তাপীয় কয়লা রফতানি না করে, সেজন্যই ধাতব কয়লা রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তথ্য বলছে, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ক্রিমিয়া দখল করে নেয়। অঞ্চলটি হাতছাড়া হয়ে যাওয়ার পর থেকেই কয়লা সংকটে ভুগছে ইউক্রেন। কারণ দেশটির বেশির ভাগ কয়লা খনিই ছিল ক্রিমিয়ায়।
সাম্প্রতিক বছরগুলোয় সমুদ্রপথে কয়লা আমদানি করছিল ইউক্রেন। কিন্তু বর্তমানে তা কঠিন হয়ে উঠেছে। কারণ দেশটির সমুদ্রবন্দরগুলো এখন শুধু খাদ্যপণ্য রফতানিতেই ব্যবহার হচ্ছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













