
এক মাসের ব্যবধানে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে অন্তত ৩০০ টন রসুন আমদানি বেড়েছে। দেশীয় বাজারে চাহিদা বাড়ায় পণ্যটি আমদানি বেড়েছে বলে জানান বন্দরসংশ্লিষ্টরা। এদিকে আমদানি বাড়ায় পণ্যটির দাম কমেছে।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে রসুন আমদানি হয়েছে ২ হাজার ৬৩ টন। এর মধ্যে জুলাইয়ে ৮৭৭ এবং আগস্টে ১ হাজার ১৮৬ টন। যার আমদানি মূল্য ২৭ কোটি ৪৯ লাখ টাকা। যেখান থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা। ফলে গত এক মাসের ব্যবধানে পণ্যটি আমদানি বেড়েছে ৩০৯ টন। তবে গেল অর্থবছরের একই সময় রসুন আমদানি বন্ধ ছিল বলে জানায় সূত্রটি।
ভোমরা শুল্ক স্টেশন কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান জানান, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রসুন আমদানি বেড়েছে। পণ্যটি আমদানিতে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আয় হয়েছে। গত দুই মাসে ১ কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়েছে রসুন আমদানি থেকে।
এনজে