৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে শ্রীলংকা
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৯-১১ ২১:৫৫:২২

এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে শ্রীলংকা। ৮.৪ ওভারে স্কোর বোর্ডে ৫৮ রান জমা করতেই টপঅর্ডার ৪ ব্যাটসম্যানের উইকেট হারায় লংকানরা।
পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহর করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লংকান তারকা ওপেনার কুশাল মেন্ডিস।
চতুর্থ ওভারে বোলিংয়ে এসে অন্য ওপেনার পাথুম নিশাঙ্কাকে ক্যাচ তুলতে বাধ্য করেন হারিস রউফ। এরপর ষষ্ঠ ওভারের প্রথম বলে ধানুস্কা গুনাথিলাকাকে বোল্ড করেন তিনি।
অষ্টম ওভারে বোলিংয়ে এসে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করেন ইফতেখার আহমেদ। নিজের বলে নিজেই ক্যাচ নেন ইফতেখার। ২১ বলে চার বাউন্ডারিতে ২৮ রান করে ফেরেন ধনঞ্জয়া।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্টেডিয়ামে এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনাল ম্যাচে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।
শ্রীলংকা: পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, ধানুস্কা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানেন্দু হাসারঙ্গা ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহেশ থাকসেনা, পারামন্ড মাদুসান ও দিলশান মাদুশঙ্কা।
পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, শাদাব খান, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












